সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেকের কাফুরদি এলাকায় নদীতে গলা কাটা অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক কাফুরদি এলাকার স্থানীয় লোকজন নদীতে গলাকাটা একজন ব্যক্তির লাশ দেখতে পেলে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ও এলাকাবাসীর যৌথ সহয়তায় ঐ ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়। মৃত ব্যক্তি বন্দর থানার লক্ষ্যারচর উত্তরপাড়া মদনগঞ্জ এলাকার মফিজুল ইসলামের ছেলে রাজীব হোসেন (৩০)।
বন্দর থানা সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি গত শনিবার (২৫ ডিসেম্বর) নিখোঁজ হওয়ায় ইতিপূর্বে তার পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছিল। যার জিডি নং ১২৪০।
সর্বশেষ তথ্যমতে, ঘটনাস্থল সোনারগাঁ থানা পুলিশের নিয়ন্ত্রণে আছে। খুব শীঘ্রই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।