মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমনে পূর্ণতা পায় স্বাধীনতা – ইঞ্জিনিয়ার মাসুম - News Of Sonargaon

শিরোনাম

Monday, January 10, 2022

মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমনে পূর্ণতা পায় স্বাধীনতা – ইঞ্জিনিয়ার মাসুম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সোনারগাঁ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান বলেন, “বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতা জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে পূর্ণতা পায়।“

 

সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। এছাড়া আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

 

আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা ও পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক অর্জন ও ইতিহাসের সম্পর্কে আলোচনা করেন।  

 

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পিরোজপুর ইউনিয়ন থেকে কয়েকশত নেতা কর্মী যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নির্দেশনায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে আলোচনা সভায় যোগ দেন।


এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ যুবলীগ নেতা সাজিদ মাহবুব, ছাত্রলীগের সোনারগাঁ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ আনিস, কামাল ভান্ডারী, কমল হক, সারোয়ার হোসেন, ইমু, রিফাত, সজল, সোহাগ, আল আমিন, শাহ জালাল, ইরফান আহমেদ ইমরান সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।