সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সোহেল রানা (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার সানজিদা সি এন জি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা কুমিল্লা জেলার মুরাদনগর থানার কদমতলী এলাকার নজরুল ইসলাম এর ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে লাইন মেরামতের কাজ করছিলেন সোহেল রানা। মূল সাব স্টেশন থেকে হঠাৎ বিদ্যুৎ চালু হয়ে গেলে সোহেল রানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।