সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ
থানাধীন আষারিয়ারচর এলাকা থেকে ২৪৬ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা
হয়েছে। উক্ত অভিযানে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার ও একটি
মোটরসাইকেল তল্লাশী করে ২৪৬ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা
হয়।
গ্রেফতারকৃতরা হলো ১। এসএম আবু রাসেল স্বপন (৩১), ২। মোঃ জাবেদ ওমর (৩৬) এবং ৩।
মোঃ মুকুল হোসেন শেখ (৪৫)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার ও ০১টি মোটরসাইকেল
জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,
গ্রেফতারকৃত ১নং আসামী এসএম আবু রাসেল স্বপন (৩১) নারায়ণগঞ্জ
জেলার সিদ্ধিরনঞ্জ থানাধীন সানারপাড় এলাকার মৃত আব্দুল করিমের ছেলে, ২নং আসামী মোঃ জাবেদ ওমর (৩৬) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন
সানারপাড় এলাকার মোঃ মজনু মিয়ার ছেলে এবং ৩নং আসামী মোঃ মুকুল হোসেন শেখ (৪৫)
বগুড়া জেলার ধুনট থানাধীন চর খাদুলি এলাকার মোঃ আবু বক্কর শেখ এর ছেলে।
অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে প্রাইভেটকার এর চালক ও হেলপার এবং মোটরসাইকেলের চালকের ছদ্মবেশ
ধারণ করে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে
নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ
ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির
বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।