সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে জাহিন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোনারগাঁও, বন্দর ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।