সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বরূপ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র
ও পাটমন্ত্রী বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী এমপি। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার সকল
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর
মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বরূপ ২০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেন এবং উপস্থিত বীর
মুক্তিযোদ্ধাদেরকে চেক
প্রদান করেন তিনি।
সম্মাননা ও চেক প্রদান অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি
কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ড. সেলিনা হায়াত আইভি, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁ
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমসহ আরো অনেকে।