সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের চাকরির জন্য
লিখিত পরীক্ষা দেয়া রাকিব (২১) নামে এক যুবকের কাছে ৩০ হাজার টাকা ঘুষ নিতে এসে
নারায়ণগঞ্জ ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) পুলিশ পরিচয় দেয়া দুইজন ভুয়া পুলিশ সদস্যকে
আটক করে এলাকাবাসী।
বুধবার (৫ জানুয়ারি) সকালে ডিবি পুলিশ
নারায়ণগঞ্জের ভুয়া পুলিশের আটকের বিষয়টি নিশ্চিত করে সাব-ইন্সপেক্টর (এসআই) ইয়াউর
রহমান জানান, গতকাল সোনারগাঁওয়ের উত্তর জাইদ্দারগাঁওয়ে পুলিশ পরিচয়ে রাকিব (২১)
নামে এক যুবককে পুলিশে চাকরি দেয়ার কথা ৩০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় এলাকাবাসীর
হাতে আটক হওয়া মো. রহমত উল্লাহ নওশাদ (৩৮) ও নাসির ঢালী (৫০) নামে দুজন প্রতারককে
গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী রাকিবের কাকা আয়নাল হক (৪৫) বাদী হয়ে প্রতারণার মামলা
করায় আজ দুজনকেই আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, রহমত উল্লাহ নওশাদ ঝালকাঠি জেলার
নলছিটি থানার মৃত কবির উদ্দিনের ছেলে এবং নাসির ঢালী নারায়ণগঞ্জের ফতুল্লা থানার
ধর্মগঞ্জ এলাকার তোফাজ্জলের ভাড়াটিয়া মৃত সিকিন আলী ঢালীর ছেলে। তারা দুজনই বড়
ধরনের প্রতারক চক্তের হোতা। তাদের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলায় একাধিক
মামলা রয়েছে।
পুলিশে চাকরির লিখিত পরীক্ষা সম্পন্ন করা ভুক্তভোগী
রাকিব বলেন, কিছুদিন আগে নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সে কনস্টেবল পদে চাকরির লিখিত
পরীক্ষা শেষ করে বাড়িতে ফেরার পথে তাদের সাথে আমার পরিচয়। তারা আমার লিখিত
পরীক্ষার প্রবেশ পত্র ও অন্যান্য তথ্য সম্বলিত কাগজপত্রের ছবি তুলে রাখেন। পরে বাড়িতে
আসার পরই মুঠোফোনে তারা আমার চাকরির নিশ্চয়তা দিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। আমি
টাকা নেয়ার জন্য বাড়িতে আসতে বললে আমার কাকা ও স্থানীয় লোকজন তাদের কথাবার্তা
সন্দেহজনক মনে হলে পুলিশ কে খবর দেন।