সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁয়ে বেসরকারি ভাবে প্রতিষ্ঠিত প্রথম হাসপাতাল আয়েশা আমজাদ ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও কর্ণধার আয়েশা হোসেন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১৭ জানুয়ারি) সোমবার সন্ধ্যায় আয়েশা হোসেন ষ্ট্রোক জনিত কারণে ঢাকার পপুলার হাসপাতালে লাইফসাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
আয়েশা হোসেন স্বামী ডাঃ আমজাদ হোসেন সহ ২ ছেলে, ১ মেয়ে ও বহু আত্বীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমার লাশ সোনারগাঁও পৌরসভার পৌর ভবনাথপুর এলাকার আমজাদিয়া জামে মসজিদ মাঠে রাত ৮ টায় প্রথম জানাজা ও উপজেলার কাঁচপুর ইউনিয়নের সুখেরটেক গ্রামের হাজী ইয়াছিন হাফেজিয়া মাদ্রাসা মাঠে রাত ১০ টায় দ্বিতীয় জানাজা শেষে সুখেরটেক সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
আয়েশা হোসেন তার স্বামী ডাঃ আমজাদ হোসেনের সহযোগীতায় আয়েশা আমজাদ ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে সোনারগাঁয়ে প্রায় ৪০ বৎসর যাবৎ সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা করে আসছিলেন।
মরহুমা আয়েশা হোসেনের মৃত্যুতে রীভা গ্রন্থাগার, সোনারগাঁ ঈশাখাঁ একাদশ, সোনারগাঁ বেসরকারি হাসপাতাল মালিক সমিতি সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেন।