সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সোনারগাঁ থানায় কর্মরত এসআই মোঃ শরীফুল ইসলাম এবং কাজী সালেহ আহমেদ মৃত্যুবরণ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সোমবার (১৭ জানুয়ারি) মোগরাপাড়া এলাকা থেকে ৪২০০০ (বিয়াল্লিশ হাজার) পিচ ইয়াবাসহ একজন আসামিকে প্রাইভেট কারসহ গ্রেফতার করে অভিযান শেষে থানায় ফেরার পথে বহনকারী গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে সন্ধ্যা ০৬.৪০ ঘটিকায় দত্তপাড়া এলাকায় রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে তাঁরা ঘটনাস্থলেই নিহত হয়।
সোনারগাঁ থানার চৌকস দুজন উপপরিদর্শকের মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, উপদেষ্টা এমএম সালাহউদ্দিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সেক্রেটারি দ্বীন ইসলাম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা সহ পুরো পরিবার শোক প্রকাশ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেছেন।
ঘটনার পরপরই ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন), অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স), পুলিশ সুপার নারায়ণগঞ্জ, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অপরাধ) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।