সোনারগাঁওয়ে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাবুর ১ম মৃত্যু বার্ষিকী পালিত - News Of Sonargaon

শিরোনাম

Sunday, January 9, 2022

সোনারগাঁওয়ে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাবুর ১ম মৃত্যু বার্ষিকী পালিত

সোনারগাঁওয়ে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাবুর ১ম মৃত্যু বার্ষিকী পালিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ  

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুর ১ম মৃত্যুবার্ষিকী দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।


রবিবার (৯ জানুয়ারি) বিকেলে বাদ আসর পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাট জনতা ক্লাবের মুখপাত্র ইফরান আহাম্মেদ ইমরান প্রধানের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহবুবউপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহাম্মেদ আনিস

তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে মেঘনা ঘাট জনতা ক্লাবের পক্ষ থেকে দোয়া মাহফিল ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন ঝাউচর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা কামরুল ইসলাম


প্রসঙ্গত: ছাত্রলীগের সোনারগাঁ উপজেলা কমিটি ও পিরোজপুর ইউপি কমিটির প্রাণ ছিলেন তরুণ ছাত্রনেতা জাহিদ হাসান বাবু। ২০২১ সালের ৯ জানুয়ারি খাদ্যে বিষ ক্রিয়ার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রয়াত সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের ছোট ভাই।

 

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগের কামাল ভান্ডারী, পিরোজপুর ইউনিয়ন যুবলীগ নেতা সুমন, আল আমিন, মোঃ আলি, আবু হোসেন, লিয়াকত, শামীম, ফারুক, হাফেজ, ও পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা, জাবেদ, রিয়াজ, মাসুদ, শাহপরান, দ্বীন ইসলাম, অনিক, রাসেল, আসিফ, মিলন সহ আরো অনেকে