সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী লোক কারুশিল্প ও লোকজ উৎসব স্থগিত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে করোনার ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ মাসব্যাপী লোকজ মেলার প্রস্তুতি গ্রহণ করে।
তিনি আরো বলেন, আগামী ২১ জানুয়ারি থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার সংক্রামণের হার বিবেচনায় সরকারি সিদ্ধান্তে সংস্কৃতি মন্ত্রণালয় মেলা স্থগিত ঘোষণা করে। তবে করোনার সংক্রামণের হার কমে আসলে মেলার আয়োজন করা হবে।