বিশেষ প্রতিনিধি :
মায়ের কোলে শিশু ডাক ,সবাই তোরা সজাগ থাক , আর কোন দিন ঘুম বাঙ্গবেনা এই অবুঝ শিশু টি তাই সারা জীবনের জন্য ঘুমিয়ে গেল তা এই ঘুম বাঙ্গবেনা কোন দিন ! নারায়ন গঞ্জে আসতে চেয়েছিল তার মার সাথে দাদার বাড়িতে পথেরকাঁটা হয়ে গেল এম ভি রুপসী নামে কার্গো জাহাজটি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, গত ২০মার্চ রবিবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার আল-আমিন নগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে রূপসী-৯ নামে পণ্যবাহী জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী এম এম আশরাফ উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনাঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা৷ শিশুটি কে উদ্যোর করে তবে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি৷ প্রত্যক্ষদর্শীরা বলছেন, অন্তত ৫০জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন৷এর মধ্য ৬জন কে উদ্যোর করা হয়েছে এবং উদ্যোর কাজ অব্যাহত আছে !
উল্লেখ্য, নারায়ণগঞ্জ কয়লাঘাট এলাকায় গত বছরের ৮ জুলাই এক কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে৷ এতে নারী ও শিশুসহ ৩৪ জন মারা যায়!