চাঁদা না দেয়ায় হামলায় শিল্প প্রতিষ্ঠানের কর্মচারী স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত - News Of Sonargaon

শিরোনাম

Saturday, April 16, 2022

চাঁদা না দেয়ায় হামলায় শিল্প প্রতিষ্ঠানের কর্মচারী স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি এলাকায় জেলা আওয়ামী লীগের নেতা এসএম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ৩০ লাখ টাকা চাঁদার দাবিতে ডিপলেড ওয়্যার লিঃ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় কোম্পানীর সুপাভাইজার জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহামুদুল হাসান দুলালকে নির্মাণ কাজ বন্ধ না করার জন্য এগিয়ে যায়। এতে আওয়ামীলীগ নেতা এসএম জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে তার বড় ভাই এসএম জামাল উদ্দিন, তার ভাগিনা মামুন (৩২), খোরশেদ (৫০), জসিম উদ্দিন (৫৫) ও সাগর (২৫) নামে ৬জনে মিলে মাহামুদুল হাসান দুলালকে পিটিয়ে আহত করেন।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় ডিপলেড ওয়্যার লিঃ নামের কোম্পানীর ভেতরে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহামুদুল হাসান দুলাল গতকাল শনিবার চাঁদার দাবি ও মারপিটের ঘটনায় এসএম জাহাঙ্গীর হোসেনসহ ৬জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


এদিকে আহত মাহামুদুল হাসান দুলাল জানান, জলা আওয়ামী লীগের নেতা এসএম জাহাঙ্গীর হোসেনের নেতৃতে বড় ভাই এসএম জামাল উদ্দিন, তার ভাগিনা মামুন, খোরশেদ, জসিম উদ্দিন ও সাগরসহ অজ্ঞাত আরো ৪-৬জন জোর পূর্বক ডিপলেড ওয়্যার লিঃ নামের কোম্পানীর ভেতরে ঢুকে প্রথমে কোম্পানীর নির্মান কাজ বন্ধ করে দেয়ার চেষ্টা করে। এ সময় আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই তারা সন্ত্রাসী স্টাইলে মারপিট শুরু করেন।

 

এ ব্যাপারে মুঠো ফোনে জেলা আওয়ামীলীগ নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, ডিপলেড ওয়্যার লিঃ নামের কোম্পানীটি আমার জায়গা দখলে নেয়ার চেষ্টা করলে, আমি তাদের বাঁধা দেই এবং এখানে চাঁদা দাবির কোন ঘটনা ঘটেনি।

 

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।