নিজস্ব অর্থায়নে মাদ্রাসা বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইঞ্জিনিয়ার মাসুম - News Of Sonargaon

শিরোনাম

Thursday, April 7, 2022

নিজস্ব অর্থায়নে মাদ্রাসা বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইঞ্জিনিয়ার মাসুম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের জন্মদাত্রী মা মরহুমা শামীমা আক্তারের রুহের মাগফেরাত কামনায় নিজস্ব অর্থায়নে ঝাউচর দারুল উলূম মাদরাসার ৫ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ৩ তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী ঝাউচর দারুল উলূম মাদরাসার সভাপতি পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম মায়ের ইসালে সওয়াবের জন্য নিজ অর্থায়নে বাবার হাতে ৫ তলা ভবনের ৩য় তলার নির্মাণ কাজের উদ্বোধন করেন।


অন্যদিকে অত্র মাদরাসার উন্নয়নের লক্ষে ৩১৩ জনের বদরী কাফেলার সদস্যসহ সহস্রাধিক ওলামায়ে কেরাম ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে কবরস্থানে দোয়া করেন। পরে তিনি মাদরাসার সাধারণ ও এতিম ছাত্রদের সাথে ইফতার করেন।


দোয়ার পূর্বে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, মায়ের থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু হতে পারে না, প্রিয় মানুষের বিয়োগে বুকের ভিতর যেই রক্তক্ষরন হয় তা শতকোটি টাকা দিয়ে পূরন করা সম্ভব নয়।


ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পিতা পবিত্র কোরআনে হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক,শ্রমিক লীগ নেতা তাজুল ইসলাম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, শাহাবুদ্দিন প্রধান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, আলী আকবর মেম্বার, হাজী শহীদুল্লাহ্, হাজী জহির, হাজী আবু হানিফ, হাফেজ আনিসুর রহমান আনিস, হাজী বাদশাহ, নাজমুল হোসেন মেম্বার, পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন সহ ঝাউচর দারুল উলূম মাদরাসার শিক্ষক সহ এলাকার সহস্রাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।