সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
শুক্রবার ( ২৯ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল মাল আবদুল মুহিত মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর।
সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এক শোক বার্তায় জানান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে সোনারগাঁ উপজেলা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ গভীর শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
উল্লেখ্য যে, আবদুল মুহিতের ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গুলশান আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা ও বেলা সাড়ে ১১টার দিকে সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখান থেকে সিলেটে নিয়ে দাফন করা হবে।