সোনারগাঁওয়ে দিনমজুর রুহুল আমিনের মানবতার অনন্য দৃষ্টান্ত - News Of Sonargaon

শিরোনাম

Sunday, April 3, 2022

সোনারগাঁওয়ে দিনমজুর রুহুল আমিনের মানবতার অনন্য দৃষ্টান্ত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোঃ রুহুল আমিন নামের একজন দিনমজুর প্রায় ৬০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মাহে রমজানের উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শনিবার (২ এপ্রিল) দিনব্যাপী উপজেলার সাদিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়াপুর গ্রামের মরহুম মৌলভী আক্কাস আলীর ছেলে মোঃ রুহুল আমিন নিজের এলাকার সবচেয়ে দরিদ্র ও অসহায় ৬০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বাড়ি বাড়ি গিয়ে গোপনীয়তা রক্ষা করে ও সম্মানজনকভাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

 

বিতরণকৃত এই খাদ্যসামগ্রী মধ্যে ছিল, ছোলা, ডাল, চিনি, খেজুর, মুড়ি, আলু, পিয়াজ ও ৮ কেজি চাউলা। স্থানীয়র জানান, রুহুল আমিনের নিজে একজন দিনমজুর হলেও তার মন ভালো। নিজের তেমন কিছু নেই, আছে মানুষের প্রতি দরদ। তার হৃদয়ে যে আছে, পল্লি কবির সেই কবিতার লাইনটি নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখেসে এলাকাবাসীর জন্য তাই করছেন।


দিনমজুর মোঃ রুহুল আমিন বলেন, আমাদের আশেপাশের গরিব মানুষগুলোর দিকে যদি আমাদের দেশের বিত্তশালীরা একটু সুনজরে দেখে, তাহলে আমাদের দেশের একটি মানুষও খাবারের জন্য কষ্ট করবে না। কেবল ছবি তোলার জন্য দান নয়, প্রকৃতভাবে গরিব মানুষের পাশে দাঁড়াই। আমি অতি নগন্য পরিবারের ঘরে জন্ম নিয়েও অন্যের নিকট থেকে ভিক্ষা করে এলাকার সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি কিন্তু আল্লাহ যাদের অর্থ সম্পদ দিয়েছেন আপনারাও দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করুন প্লিজ। আসুন আমরা সকলে বছরে একটা মাসের জন্য নিজ নিজ এলাকার অন্তত দু-তিনজন গরিব মানুষের দায়িত্ব নিয়ে নেই।