সোনারগাঁওয়ে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, April 6, 2022

সোনারগাঁওয়ে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

সোনারগাঁওয়ে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে স্বল্প আয়ের এক কোটি পরিবারের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বুধবার (৬ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজে উপস্থিত থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে জৈনপুর বালুর মাঠমেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রম পরিচালিত হয়।

 

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের কথা চিন্তা করেই বিপুলসংখ্যক পরিবারকে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের আওতায় এনেছেন। নির্ধারিত কার্ড দেখিয়ে টিসিবির পণ্য পেয়ে খুশি হয়ে বাড়ি ফেরে স্বল্প আয়ের মানুষ।

 

এসময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ ফরাজী, জাহাঙ্গীর আলম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।