সোনারগাঁওয়ে নতুন নেতৃত্বে নিয়ে ছাত্রলীগের মধ্যেই নানা জল্পনা-কল্পনা - News Of Sonargaon

শিরোনাম

Sunday, April 17, 2022

সোনারগাঁওয়ে নতুন নেতৃত্বে নিয়ে ছাত্রলীগের মধ্যেই নানা জল্পনা-কল্পনা

সোনারগাঁওয়ে নতুন নেতৃত্বে নিয়ে ছাত্রলীগের মধ্যেই নানা জল্পনা-কল্পনা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের কে আসছেন নতুন নেতৃত্বে! এ নিয়ে খোদ ছাত্রলীগের মধ্যেই চলছে নানা জল্পনা-কল্পনা। তবে নারায়ণগঞ্জ জেলা তোলারাম সরকারী কলেজে বোটানি বিষয়ে অধ্যয়নরত আল রাহিমকে নিয়ে পুরো জেলায় সৃষ্টি হয়েছে তোলপাড়। 

আল রাহিমের রাজনীতির হাতেখড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ছাত্রলীগের রাজনীতিতে রাজপথ শাসন করা মোস্তাফিজুর রহমান মাসুম কাছে হলেও রাজনীতিতে আদর্শ হিসেবে সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারকেই মেনে চলেন। বড় চাচা জেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁও আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর কালামের রাজনীতি থেকে ত্যাগী নেতা হওয়ার অনুপ্রেরণা পান বলেও জানান তিনি।

 

বর্তমান উপজেলা ছাত্রলীগ কমিটি সম্পর্কে আল রাহিম বলেন, দীর্ঘদিন বিবাহিত কমিটি দিয়ে উপজেলা বিভিন্ন দলীয় কার্যক্রম পরিচালিত হলেও ছাত্রলীগ নেতৃত্ব নিয়ে স্থানীয় ভাবে নানামুখী বিতর্ক চলে আসছিলো। তাই সোনারগাঁওয়ে ছাত্রলীগের ভাবমূর্তি পুনরুদ্ধার করা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি। এছাড়া সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ কমিটির সভাপতি হিসেবে পিরোজপুর ইউনিয়নের রাশেদুল ইসলাম ও মোগরাপাড়া ইউনিয়নের আল রাহিমের সতীর্থ খায়রুল ইসলাম সজীবের নামও শোনা যাচ্ছে।

 

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্নেহধন্য আল রাহিম আরো জানান, ৭১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের উপজেলা কমিটির ৬৫ জন নেতাই ছাত্রজীবন শেষ করে বিবাহিত জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বাকিরা কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী। মাদক বিক্রিসহ নানা অপরাধে এ পর্যন্ত বহিষ্কার হয়েছেন প্রায় এক ডজন নেতা। এতে উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাজও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ছাত্রলীগ অগোছাল অবস্থায় থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতাকর্মীরা।

 

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ ই আগস্ট জেলা ছাত্রলীগের সভাপতি শাফায়েত আলম সানি, সাধারণ মিজানুর রহমান সুজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হাসান রাশেদকে সভাপতি ও রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের ২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

তবে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগে শীঘ্রই নতুন নেতৃত্ব আসছে। তরুণ নেতৃত্ব নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে। সেই কমিটিতে আল রাহিমের উপর জেলা ছাত্রলীগ নেতাদের আস্থা রয়েছে।