সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরের ফুটপাত থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে মোঃ মনির হোসেন (৪৫) নামের এক চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা।
এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পেশাদার চাঁদাবাজ মোঃ মনির হোসেন দীর্ঘ দিন যাবত ফুটপাতের অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করে আসছে।
নারায়ণগঞ্জ আদমজীনগর র্যাব-১১ মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মোঃ সম্রাট তালুকদার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ মনির হোসেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর রায়েরটেক এলাকার মৃত আব্দুল আজীজ এর ছেলে। সে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ সোনারগাঁও থানাধীন কাঁচপুর বাজার এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১০০ থেকে ২০০ টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।