সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা সিলেট মহাসড়কের সোনারগাঁওয়ের এশিয়ান হাইওয়েতে বৈদ্যুতিক তার বোঝাই কনটেইনারে আগুন লেগে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
বুধবার (১১ মে) বিকেল ৪ ঘটিকায় সোনারগাঁ উপজেলার ললাটি অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় মহাসড়কের বৈদ্যুতিক তার বোঝাই কুষ্টিয়া-ট ১১-০৬৭০ নামে কনটেইনারে আগুন লাগলে মুহুর্তের মধ্যে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে। মহাসড়কে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সোনারগাঁ শাখার দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক হাসিব আকন্দ দিপু জানান, বৈদ্যুতিক তার ও প্যাকেজিং প্রোডাক্ট বুঝাই কনটেইনারে আগুন লাগার পর রাস্তার পাশে গ্যাস লাইনের লিকেজ থাকায় সেখানেও আগুন ছড়িয়ে পরে।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি আরো বলেন, আগুন লাগার পর গাড়ির ড্রাইভার পালিয়ে যাওয়ায় গাড়ির মালিক পক্ষের সাথে কথা বলা যায়নি। তবে আনুমানিক ১২-১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।