হুইল চেয়ার নিয়ে হাত-পা হারানো মিনারার পাশে খোরশেদ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, December 14, 2024

হুইল চেয়ার নিয়ে হাত-পা হারানো মিনারার পাশে খোরশেদ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রেল দুর্ঘটনায় হাত-পা হারানো রিকশা চালক সবুজের স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন করোনাকালে দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টিকারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।


শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় বেসরকারি টেলিভিশন ডিভিসি টেলিভিশনের সংবাদের মাধ্যমে জানতে পারেন সোনারগাঁও পৌরসভা এলাকার পানাম নগরের ভাড়াটিয়া সবুজের স্ত্রী কিছুদিন আগে রেল দুর্ঘটনায় হাত-পা হারিয়ে হুইল চেয়ারের অভাবে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। তাই মানবিক ডাকে সাড়া দিয়ে তিনি একটি হুইল চেয়ার নিয়ে তার ভাড়া বাসায় যান।


এসময় তিনি আহত মিনারা খাতুন ও তার স্বী সবুজ সহ তার সন্তানদের সাথে তাদের মানবেতর জীবনযাপনের কথা শুনেন। তার আরো সাহায্যের আশ্বাস দেন। 


খোরশেদ বলেন, 'ডিভিসি টেলিভিশনের মাধ্যমে গতকাল রাতে রিকশা চালক সবুজের পরিবারের অসহাত্বের বিষয় টা জানতে পেরে টিম খোরশেদের পক্ষ থেকে একটি হুইল চেয়ার নিয়ে তাদের পাশে দাঁড়াতে এসেছি'। সমাজের বিত্তবানরা এই গরীব পরিবারটির পাশে এসে দাঁড়াবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।