সোনারগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা জ্ঞাপন - News Of Sonargaon

শিরোনাম

Sunday, December 15, 2024

সোনারগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা জ্ঞাপন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল ও স্মৃতিবিজড়িত একটি দিন ১৬ ডিসেম্বর। বাঙালির সবচেয়ে আনন্দের দিন। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন সার্বভৌম বাংলাদেশ। এক এক করে ৫৩টি বিজয় দিবস পালন করে ৫৪তম বিজয় দিবসে বাংলাদেশ। বিজয় দিবসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁওয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ। 


সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাজানা রহমান , সহকারী কমিশনার  (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি হাজী শফিকুল ইসলাম, কৃষি অফিসার, সমাজসেবা অফিসারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মোঃ শফিকুল ইসলাম বলেন, "১৬ ডিসেম্বর আমাদের বিজয়ের দিন, আনন্দের দিন। বিভিন্ন ভবনে রঙিন আলো যেভাবে শোভা পাচ্ছে, সেটি বিজয়েরই একটি নিদর্শন। আমরা সকল সাংবাদিক সমাজের পক্ষ থেকে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি"।


উল্লেখ্য যে, মহান বিজয় দিবসকে ঘিরে সোনারগাঁওয়ে সরকারি-বেসরকারি অফিস ও স্কুল-কলেজে আলোকসজ্জা করা হয়েছে। প্রতিটি আলোকসজ্জাতেই পতাকার রঙের লাল সবুজ বাতি ব্যবহার করা হয়েছে।