সোনারগাঁওয়ে প্রয়াত মন্ত্রী এএসএম সোলায়মানের ২৭ তম মৃত্যু বার্ষিকী পালিত - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, December 3, 2024

সোনারগাঁওয়ে প্রয়াত মন্ত্রী এএসএম সোলায়মানের ২৭ তম মৃত্যু বার্ষিকী পালিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের-৩ (সোনারগাঁও) আসনের প্রয়াত সাবেক মন্ত্রী ও কৃষক শ্রমিক পার্টির প্রেসিডেন্ট এ এস এম সোলায়মানের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর চেঙ্গাকান্দি গ্রামের নিজ বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও মাহফিল অনুষ্ঠানে দোয়া পাঠ করেন, মুফতি এইচ এম কাউছার বাঙ্গালি।


এ সময় উপস্থিত ছিলেন, প্রয়াত এ এস এম সোলায়মানের পালিত কন্যা কৃষক শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা রত্না, বাগিনা ব্যবসায়ি সাহিদ হোসেন, মাওলানা আবুবকর সিদ্দিক, মাওলানা সিহাব হাসান রূহানী, মুফতি আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী ও সমাজ সেবক মনির হোসেন, সমাজ সেবক হাজী মোঃ আলমচান, বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক, আলমাছ মোল্লা, আলী হোসেন, আব্দুল হক, পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি কারিমিয়া মুজাহিদিয়া কওমিয়া মাদ্রাসা ও লিল্লাহবোর্ডিং এর মোহতামিম ও মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। 


উল্লেখ্য, প্রয়াত সাবেক মন্ত্রী এ এস এম সোলায়মান গত ১৯৯৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর। তিনি মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখেগেছেন।