সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার কাঁচপুর পাঠাত্তা এলাকায় ৬ বছর বয়সী শিশুকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে শিমুল (২০)। শিমুল ও শিশুটি কাঁচপুর শাহাবুদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হওয়ায় রিকশার গ্যারেজে কাজ করতে আসা যাওয়ার পথে সু-কৌশলে শিশুটিকে ধর্ষণ করে বলে প্রতিবেশীরা জানিয়েছে।
ধর্ষক শিমুল পাবনা জেলার ঈশ্বরদী এলাকার মো: শরীফের ছেলে। কাঁচপুর পাঠাত্তা এলাকার একটি রিকশা গ্যারেজে কাজ করে এবং একই এলাকায় শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।
ধর্ষক শিমুলকে এলাকাবাসী আটক করার পর বলেন, বাথরুমে নিয়ে গিয়ে আজই প্রথম এই কাজ করেছি। আর জীবনে এমন করবো না। আমাকে মাফ করে দেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিমুলকে পুলিশি হেফাজতে নিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।