সোনারগাঁওয়ে নিজের বাসায় প্রসূতিকে অপারেশনের ঝুঁকি! নবজাতকের মৃত্যু - News Of Sonargaon

শিরোনাম

Sunday, March 2, 2025

সোনারগাঁওয়ে নিজের বাসায় প্রসূতিকে অপারেশনের ঝুঁকি! নবজাতকের মৃত্যু


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে মাকসুদা আক্তারের  (এফডব্লিউভি) নিজ বাড়িতে নরমাল ডেলিভারি করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।

 

শনিবার (১ মার্চ) বিকেল ৪ টায় মাকসুদা আক্তারের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নবজাতকের বাবা মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম জানান, সোনারগাঁ সেন্ট্রাল হাসপাতালে তার স্ত্রীর (রোগীর) আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী গর্ভের বাচ্চা ছিল সুস্থ।

 

কর্তব্যরত ডাক্তার বলেন এখন চাইলে সিজার করাতে পারেন আর নরমাল ডেলিভারি করতে চাইলে কয়েকদিন অপেক্ষা করতে পারেন। এমতাবস্থায় যেকোনো মাধ্যমে রোগীর স্বজনরা পরিবার পরিকল্পনা সহকারী (এফডব্লিউভি) মাকসুদা আক্তারের সাথে যোগাযোগ করলে মাকসুদা জানান, জরুরী সিজারের রোগীকেও নরমালে ডেলিভারি করার অভিজ্ঞতা আমার আছে।

 

ফলে প্রসুতিকে দ্রুত মাকসুদার নিজ বাসায় যেখানে তিনি চেম্বার বসিয়ে রোগী দেখেন ও বাচ্চা ডেলিভারি করান রোগীকে সেখানে নিয়ে যায়। পরবর্তীতে নরমাল ডেলিভারি করাতে গিয়ে ভুল চিকিৎসায় বাচ্চাটি মারা যায়।

 

এ বিষয়ে মাকসুদা আক্তার মুঠোফোনে জানান, ডেলিভারিতে আমার কোন ভুল ছিল না, প্রসূতীর দুই উরুর চাপায় নবজাতকটি মারা যায়।


এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মাকসুদা আক্তার নিজ বাসায় গর্ভবতীদের ডেলিভারি নিয়মিত করে থাকেন। এমন দুর্ঘটনা প্রায় শোনা যায়। নিজ বাসা বাড়িকে হসপিটাল বানিয়ে নিয়েছে। অনেক অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া যায়। একজন অনভিজ্ঞ মহিলার দ্বারা কেন জানি মহিলারা ডেলিভারি করাতে আসে।

 

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, একজন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সহকারি কখনই নিজ বাসায় চেম্বার বসিয়ে এই ধরনের কাজ করতে পারে না। আমরা ঘটনাটি শুনেছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।