সাংবাদিকদের আইসিটিসহ অন্যান্য রাজনৈতিক মামলার দায়িত্ব নিলো জামায়াত ইসলামী - News Of Sonargaon

শিরোনাম

Monday, March 17, 2025

সাংবাদিকদের আইসিটিসহ অন্যান্য রাজনৈতিক মামলার দায়িত্ব নিলো জামায়াত ইসলামী

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম উদ্যোগে সোনারগাঁওয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ডক্টর মোঃ ইকবাল হোসেন ভূইয়া বলেন, 'সাংবাদিকদের আইসিটি মামলাসহ অন্য যেকোন রাজনৈতিক মামলার সকল দায় দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও শাখা গ্রহণ করলো। আইনজীবী ও মামলা পরিচালনার জন্য আর দুটি পয়সা ও আদালতে গিয়ে আপনাদের গুনতে হবে না। আমরা এই দায়িত্ব গুরুত্বসহকারে দেখবো৷ আপনারা যারা এধরনের মামলার কারণে দিনের পর দিন মানবেতর জীবন যাপন করছেন তাদের কাছে হাত জোর করে বিনয়ের সাথে ক্ষমা চাইছি যে, আমরা আগে আপনাদের খোঁজ খবর নিতে পারিনি'।


সোমবার (১৭ মার্চ) বিকেলে  সোনারগাঁও উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোনারগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিচালক, ইসলামিক এডুকেশন সোসাইটি, প্রিন্সিপাল ডক্টর মোঃ ইকবাল হোসেন ভূইয়া।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, সহ সেক্রেটারি মোঃ আবু সাইদ মুন্না, কর্ম পরিষদ সদস্য মোঃ আশরাফুল ইসলাম, দেওয়ান মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ইত্তর এর আমির মোঃ ইসহাক মিয়া, সোনারগাঁও উপজেলার দক্ষিণের আমির মাহবুবুর রহমান, দেশ টিভির সিনিয়র সাব এডিটর মোঃ রুহুল আমীন সহ সোনারগাঁওয়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।


অনুষ্ঠান শেষে সবাইকে পবিত্র ইদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে দেশের সকল নির্যাতিত নিপিড়ীত মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।