জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক হলে সোনারগাঁওয়ের তুহিন মাহমুদ - News Of Sonargaon

শিরোনাম

Sunday, March 2, 2025

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক হলে সোনারগাঁওয়ের তুহিন মাহমুদ

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২০২৪ সালে ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়ে ফ্যাসিবাদ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তুহিন মাহমুদ।

 

তুহিন মাহমুদ এর আগে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বর্তমানে একজন উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক। তিনি Global Partnership, Grant স্পেশালিস্ট এবং আন্তর্জাতিক ক্যাম্পেইন পরিচালনার পাশাপাশি যোগাযোগ, শিক্ষা এবং মানবিক কার্যক্রমে অভিজ্ঞ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন। সেই সাথে জার্মানি, সুইজারল্যান্ড, মালয়েশিয়া এবং ভারত থেকে স্কলারশিপ নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর ট্রেনিং করেছেন।

 

রোববার (২ মার্চ) ভোররাতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, ২০২৪ সালে ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। তবে শহীদ মিনারে ঘোষিত অভ্যুত্থানের এক দফা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনো বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে মানুষ তাদের মুক্তির জন্য আন্দোলন করেছে, ১৯৪৭ সালে পাকিস্তান আন্দোলনের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র অর্জন এবং ১৯৭১ সালে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করা হয়। তবে পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী হয়ে ওঠে।

 

এই প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা শহরের মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। এই দলের গঠনতন্ত্র, কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক বিস্তারের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে আখতার হোসেন এবং অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করবেন। আহ্বায়ক কমিটির সদস্যরা আগামী ১ বছরের মধ্যে রাজনৈতিক দলটির কার্যক্রম পরিচালনা করবেন।