চাঁদরাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Sunday, March 30, 2025

চাঁদরাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁও পৌর এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ২ সদস্য এলাকাবাসীর হাতে আটক।

 

রবিবার (৩০ মার্চ) রাত আনুষ্ঠানিক ১০ টায় পৌর এলাকার টিপরদী গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ২ সদস্য কে আটক করে স্থানীয় এলাকাবাসী।


সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাম ডা, দেশীয় চাইনিজ কুড়াল, ছেন নিয়ে প্রায় ৪ টা সিএনজিতে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করলে স্থানীয় জনতা তাদেরকে আটক করে। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদ খান  বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, রাজন (৩৫) আনোয়ার (৩৪)।



আটক ডাকাতদের স্বীকারোক্তিতে জানা যায়, ডাকাতির নেতৃত্ব দেন, ছোট সাদিপুর গ্রামের হরমুজের ছেলে ডাকাত পায়েল, হাবিবসহ অজ্ঞত আরো চার থেকে পাঁচজন। যাদের বিরুদ্ধে ইতিমধ্যে সোনারগাঁ থানায় চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মফিজ উদিন বলেন, রবিবার রাতে পুরান টিপরদী ছোট সাদিপুর গ্রামের রাস্তার সামনে ফাঁকা মাঠে ৮ থেকে ১০ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১০টায় এলাকাবাসী ডাকাতদের আটক করে। পরে পুলিশ পৌঁছালে ডাকাত দলের দুইজনকে গ্রেফতার করা হয়। আইনি প্রতিক্রিয়ার পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।